News71.com
 Bangladesh
 10 Mar 25, 11:43 PM
 113           
 0
 10 Mar 25, 11:43 PM

দূষণের বিরুদ্ধে অভিযানে ৪৬২ ইটভাটা বন্ধ॥

দূষণের বিরুদ্ধে অভিযানে ৪৬২ ইটভাটা বন্ধ॥

 

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে গত ২ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এ সময়ে ৫৯৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (১০ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযানে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দ দূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমন, সীসা/ব্যাটারি রিসাইক্লিং কারখানা, জলাশয় ভরাট, টায়ার পাইরোলাইসিস, চারকোল কারখানা ও খোলা অবস্থায় নির্মাণসামগ্রী রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ অভিযানে এক হাজার ৩৬৩টি মামলা করা হয়। জরিমানা আদায় করা হয় ১৯ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা। এছাড়া ৩০৫টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ১৫৭টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ৬০টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ৫টি প্রতিষ্ঠান থেকে ৬ ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন