News71.com
 Bangladesh
 09 Mar 25, 11:29 PM
 133           
 0
 09 Mar 25, 11:29 PM

এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে ইসির চিঠি॥

এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে ইসির চিঠি॥

 

নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন। রোববার (০৯ মার্চ) বিকেলে এ সংক্রান্ত চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সরকারের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, এনআইডি কার্যক্রম স্থানান্তর করলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে। আবার ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন আয়োজনে নানা সমস্যার মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশনকে।এদিকে নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি করবে সোমবার (১০ মার্চ)। আগ্রহী রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন