
নিউজ ডেস্কঃ মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘এখন থেকে কেউ মব জাস্টিস বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হবে।’ সচিবালয়ে আজ রোববার আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। নারী নির্যাতন ও হয়রানির বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ আলোচনা হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘যেখানে মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হবে, সে যে-ই হোন না কেন, সে যে ধর্মের, যে লিঙ্গের, যে বর্ণের হোন না কেন—এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব।’ মাহফুজ আলম বলেন, ‘আইন হচ্ছে অন্ধ, যে-ই অপরাধী হন, তার জাত-পাত, বর্ণ দেখা হবে না। লিঙ্গ দেখা হবে না, নারী কী পুরুষ। যিনি মব জাস্টিস করুন না কেন—ধর্মীয় হোক, নিধার্মিক হোক না কেন, তাকে আইনের আওতায় নেওয়ার বিষয়ে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’