News71.com
 Bangladesh
 09 Mar 25, 11:04 PM
 149           
 0
 09 Mar 25, 11:04 PM

মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না॥ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম

মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না॥ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম

নিউজ ডেস্কঃ দেশের অবস্থা ভালো না উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের শান্তিতে রাখেন।’ আজ রোববার টাঙ্গাইলের সখীপুরে তৈলধারা বাজারে এক ইফতার মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ‘এবার একটি বিশেষ পরিস্থিতি চলছে, সে জন্যে এসেছি। সবাইকে বলছি, আল্লাহর কাছে প্রার্থনা করুন। তিনি যেন আমাদের শান্তিতে রাখেন। দেশের অবস্থা ভালো না। আমরা যাতে শান্তিতে থাকতে পারি, সাধারণ মানুষ যাতে বাজার করে খেতে পারে, বাজারে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, মানুষের আয়ের সঙ্গে যাতে ব্যয়ের সামঞ্জস্য থাকে।’ ‘আল্লাহ যদি প্রার্থনা কবুল করেন, দুনিয়ার কোনো শক্তি নেই যে তা বিফল করবে।’ এর আগে কাঁকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ গড়বাড়ি উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দেয়। কিন্তু গতকাল শনিবার রাতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে একই জায়গায় ইফতার মাহফিল করার কথা জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন