
নিউজ ডেস্কঃ নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আয়োজিত এ বিক্ষোভে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে প্রতিবাদ জানান এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন। বক্তারা ধর্ষণ, হয়রানি ও নারীর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে বসুন্ধরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শিক্ষকেরা বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোনো না কোনো নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হচ্ছে, যা তাদের নিরাপত্তা ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই বাস্তবতা বদলাতে হলে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।