News71.com
 Bangladesh
 09 Mar 25, 10:41 PM
 85           
 0
 09 Mar 25, 10:41 PM

ভাষা হারিয়ে ফেলেছি॥ মাগুরায় শিশু ধর্ষণ প্রসঙ্গে হাইকোর্ট

ভাষা হারিয়ে ফেলেছি॥ মাগুরায় শিশু ধর্ষণ প্রসঙ্গে হাইকোর্ট

 

নিউজ ডেস্কঃ ‘এত বড় অন্যায়-অবিচার আর হতে পারে না। আমরা ভাষা হারিয়ে ফেলেছি। এগুলো দমাতে হবে। ’ মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় এক রিটের শুনানিতে রোববার (৯ মার্চ ) এমন মন্তব্য করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আদালত বলেন, ধর্ষণের মতো পাশবিক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এ বিষয়ে আমাদের সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ ও সৈয়দ মাহসিব হোসেন।রিটের শুনানি শেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরার সেই শিশুটির সব ছবি, ভিডিও ও নাম-পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভুক্তভোগী শিশু ও তার ১৪ বছর বয়সী বড় বোনের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের পরে সৈয়দ মাহসিব হোসেন জানান, দুজন সমাজসেবা কর্মকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকায় একজন শিশুটির দেখাশোনা করবেন। আরেকজন মাগুরায় শিশুটির বোনকে দেখাশোনা করবেন। কারণ, ভুক্তভোগীর বিবাহিত বোনটিও শিশু। তার শ্বশুর বাড়ি হচ্ছে ঘটনাস্থল। সেখানেও সে নিরাপদ নয়। তাদের কল্যাণ নিশ্চিত করতে এই দুই অফিসার কাজ করবেন। ১৭ তারিখের মধ্যে বিবাদীরা আদালতের আদেশের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন