News71.com
 Bangladesh
 09 Mar 25, 10:21 AM
 116           
 0
 09 Mar 25, 10:21 AM

কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য হবে না॥ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য হবে না॥ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্কঃ একসঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি নাহিদের বক্তব্যকে নাকচ করে দিয়েছেন বলেছেন, আমাদের কথা পরিষ্কার, এখানে (একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন) কোনো জাতীয় ঐক্য, এ বিষয়ে হয়তো হবে না, একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার।

গতকাল শনিবার (৮ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সে গত বৃহস্পতিবার (৬মার্চ) প্রকাশিত এক সাক্ষাৎকারে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেছিলেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। তিনি মনে করেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। নাহিদের সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমেদ বলেন, গতকাল দেখলাম, আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন। কিন্তু রাজনীতির একটা অভিধান আছে, যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি। সেখানে ওই রকম কোনো শব্দাবলি নেই। যেমন- একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, যদি জাতীয় ঐকমত্য হয়। এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন