
নিউজ ডেস্কঃ রাজধানীর কলাবাগানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়কসহ ১৪ জনকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, হামলাকারীরা ড্রয়ার ভেঙে নগদ তিন লাখ টাকা ও চারটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে যায়। গতকাল শুক্রবার (৭ মার্চ) রাতে কলাবাগান থানায় সাংবাদিকদের এসব কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।
তিনি বলেন, রাজধানীর লেক সার্কাস এলাকায় একটি কোম্পানির অফিস ভাঙচুরের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কলাবাগান থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান রয়েছেন। ওসি মোক্তারুজ্জামান বলেন, শেখ কবির নামে একজনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে অভিযুক্তরা চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর চালায়। এসময় তারা নগদ তিন লাখ টাকা, চারটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে যায় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে তারা। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়।