News71.com
 Bangladesh
 07 Mar 25, 11:49 AM
 101           
 0
 07 Mar 25, 11:49 AM

চীন ও জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ।।

চীন ও জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ।।

 

 

 

 

নিউজ ডেস্কঃ সব জল্পনা-কল্পনা আর ভূ-রাজনৈতিক সমীকরণের ইতি টেনে মার্চেই চীন সফরে যেতে মনস্থির করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর মে মাসে বাংলাদেশের উন্নয়নে অব্যাহতভাবে সহায়তা প্রদানকারী বন্ধু রাষ্ট্র জাপানও সফর করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কূটনৈতিক সূত্র রাতে মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, মার্চের শেষ সপ্তাহে হবে প্রধান উপদেষ্টার বেইজিং সফর আর মে মাসের শেষ সপ্তাহে যাবেন টোকিও সফর। সফরকালে চীনের সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট শি জিন পিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন- মূলত দুই দেশ পৃথক বহুপক্ষীয় ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন