News71.com
 Bangladesh
 07 Mar 25, 11:39 AM
 135           
 0
 07 Mar 25, 11:39 AM

বিচারপতিদের অবমূল্যায়নের কথা বলে বিশেষ নিরাপত্তা নির্দেশিকা স্থগিত॥

বিচারপতিদের অবমূল্যায়নের কথা বলে বিশেষ নিরাপত্তা নির্দেশিকা স্থগিত॥

 

নিউজ ডেস্কঃ গুরুত্বপূর্ণ বা বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা বিষয়ক প্ররক্ষা নির্দেশিকা ২০২৫ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই নির্দেশিকা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদেশে নির্দেশিকার বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে আগামী ১৮ মার্চ তলব করা হয়েছে। এর আগে গত ২ মার্চ ওই নির্দেশনা জারি করা হয়। পরে বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আদেশের বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে নিরাপত্তা প্ররক্ষা নির্দেশিকা জারি করা হয়েছে, এখানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে রেঞ্জ ডিআইজি, পুলিশের মহাপরিদর্শকসহ বাকিগুলোর সঙ্গে একইরকম তুলনা করা হয়েছে। হাইকোর্টের বিচারপতিদের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন