News71.com
 Bangladesh
 06 Mar 25, 11:34 PM
 93           
 0
 06 Mar 25, 11:34 PM

এনআইডির তথ্য বিক্রির অভিযোগ তদন্তে ২ দিনের রিমান্ডে সাবেক সচিব জিয়াউল আলম॥

এনআইডির তথ্য বিক্রির অভিযোগ তদন্তে ২ দিনের রিমান্ডে সাবেক সচিব জিয়াউল আলম॥

 

নিউজ ডেস্কঃ নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রি করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় আসামি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন। গতকাল বুধবার দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক এই সিনিয়র সচিবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাতেই সিআইডির সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি দল তাকে নিয়ে ঢাকায় আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন