News71.com
 Bangladesh
 05 Mar 25, 11:23 AM
 107           
 0
 05 Mar 25, 11:23 AM

মবে’র নামে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিকে দুই ইরানি নাগরিকসহ ৩জনকে মারধর॥

মবে’র নামে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিকে দুই ইরানি নাগরিকসহ ৩জনকে মারধর॥

 

নিউজ ডেস্কঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আহত ইরানের দুই নাগরিক হলেন মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মো. মেহেদী (১৮)। তারা বাংলাদেশে ঘুরতে এসেছেন। আহত অন্যজনের খোঁজ পাওয়া যায়নি। তিনি দুই বিদেশি নাগরিককে তার গাড়িতে নিয়ে এসেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় বিদেশি মুদ্রা বদলে বাংলাদেশি টাকা নিতে একটি প্রতিষ্ঠানে এসেছিলেন ইরানের দুই নাগরিক। ওই সময় সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের মুদ্রা বিনিময় নিয়ে তর্ক হয়। এর জেরে ইরানের দুই নাগরিককে ছিনতাইকারী বলে ‘মব’ সৃষ্টি করা হয়। পরে ৯৯৯–এ কল পেয়ে পুলিশ তাদের উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন