News71.com
 Bangladesh
 04 Mar 25, 11:41 PM
 126           
 0
 04 Mar 25, 11:41 PM

বিদ্যালয়ে ভর্তিতে ৫শতাংশ কোটার আদেশ বাতিল॥!

বিদ্যালয়ে ভর্তিতে ৫শতাংশ কোটার আদেশ বাতিল॥!

নিউজ ডেস্কঃ সমালোচনার মুখে জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, কোটার জায়গায় নতুন করে প্রতি শ্রেণিতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি বিদ্যালয়ে প্রতি শ্রেণিতে ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত একজনের আসন সংরক্ষিত থাকবে। সোমবার আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তার। নতুন আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা আহত ও শহীদ হন। তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জারি করা আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন