News71.com
 Bangladesh
 04 Mar 25, 11:40 PM
 125           
 0
 04 Mar 25, 11:40 PM

নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক॥

নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক॥

 

 

 

 

নিউজ ডেস্কঃ তফসিলভুক্ত ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে। তবে দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা আগের মত ৪ শতাংশই থাকবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে। এই আদেশ আগামী মার্চ ৫ থেকে কার্যকর হবে। একটি ব্যাংকে যে পরিমাণ আমানত জমা থাকে, সেটির ন্যূনতম একটা নগদ অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, যাকে বলা হয় ক্যাশ রিজার্ভ বা সিআরআর।

 

সার্কুলারে বলা হয়, মুদ্রানীতি আরও উৎকৃষ্ট করতে ও তারল্য ব্যবস্থাপনা আরও সুসংহত করতে ৫ মার্চ থেকে নগদ জমা সংরক্ষণের হার দৈনিক ভিত্তিতে ন্যুনতম ৩ শতাংশ হবে। দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে দেশের তফসিলি ব্যাংকগুলোকে (ইসলামি শরীয়াহভিত্তিকসহ) তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের নূন্যতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যুনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখার নির্দেশনা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন