
নিউজ ডেস্কঃ নির্বাচন পেছাতে দেশে-বিদেশে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এই কথা জানান। এদিন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে। সারজিস আলমের এই বক্তব্যের বিষয়ে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, বিচার করতে কেউ নিষেধ করেনি। বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতে হবে। দ্রুত বিচার হতে পারে। কিন্তু কথা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে, কিছু লোক নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পায়তারা করছে। এর মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে।