
নিউজ ডেস্কঃ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দেওয়ার যোগ্য, কিন্তু দেন না। কোনো না কোনো উপায় বের করে রাজস্ব দেওয়া থেকে বিরত থাকেন।এমন ব্যবসায়ীদের ভ্যাট-জালের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনিবআর)। পাশাপাশি ভ্যাট আদায়ে ফাঁকি রোধে অটোমেশনে জোর দিয়েছে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠান। এ উদ্যোগ বাস্তবায়ন হলে আগামী বছর থেকেই ভ্যাট এক-চতুর্থাংশ বেড়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।এনবিআর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বার্ষিক ৩০ লাখ টাকা টার্নওভার বা লেনদেন আছে, এমন ব্যবসা প্রতিষ্ঠান বা ইউনিটকে নিবন্ধনের আওতায় আনতে চায় রাজস্ব আহরণের এ প্রতিষ্ঠান। গত ডিসেম্বর পর্যন্ত পাঁচ লাখের কিছু বেশি বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিন) ছিল। যার মধ্যে প্রায় ৮০ শতাংশই ভ্যাট আদায়সহ রিটার্ন দাখিল করে আসছে। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ভ্যাট আদায় বাড়াতে নতুন ব্যবসা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে জোরদার কার্যক্রম শুরু করে। এরই মধ্যে বিন ছয় লাখে পৌঁছে গিয়েছে। মার্চ নাগাদ এ সংখ্যা আট লাখে পৌঁছে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।