News71.com
 Bangladesh
 28 Feb 25, 10:56 PM
 136           
 0
 28 Feb 25, 10:56 PM

রমজানের সকল নিত্যপণ্যের মুল‍্য সমস্যা ৭ দিনে সমাধান হবে॥ বাণিজ্য উপদেষ্টা

রমজানের সকল নিত্যপণ্যের মুল‍্য সমস্যা ৭ দিনে সমাধান হবে॥ বাণিজ্য উপদেষ্টা

 

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, তেলসহ রমজানের প্রয়োজনীয় সকল নিত্য পণ্যের দাম নিয়ে যে সমস্যা চলছে, তা আগামী ৭ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এর আগে হেমায়েতপুর উপজেলার হরিণধরা এলাকায় বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ (সিইটিপি) বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামী ৭ দিনের মধ্যেই তেল, খেজুর, ছোলাসহ রমজানের যত পণ্য আছে সকল পণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে। এছাড়া যথেষ্ট পরিমাণ খাদ্যপণ্য মজুদ থাকায় কোন সংকট হবে না। এসময় তিনি পরিবেশকে দূষণ থেকে রক্ষায় ট্যানারি মালিকদের সকল ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন