News71.com
 Bangladesh
 27 Feb 25, 08:07 PM
 107           
 0
 27 Feb 25, 08:07 PM

পুলিশের ওএসডি কর্মকর্তাদের নিয়মিত বদলিকৃত স্থানে উপস্থিতি থাকার নির্দেশ॥

পুলিশের ওএসডি কর্মকর্তাদের নিয়মিত বদলিকৃত স্থানে উপস্থিতি থাকার নির্দেশ॥

 

নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের যে সকল কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে সে সকল কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপূর্বক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে নিয়মিত উপস্থিতি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের গত ২৫-২-২০২৫ তারিখের ৪৪.০০.০০০০.০৯৪.১৯.০০১.২২-১৩৪, ১৩৫ ও ১৩৬ নম্বর প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের যে সকল কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে তাদের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপূর্বক সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা, ১৫ নওয়াব আব্দুল গনি রোড, ঢাকা-১০০০ বরাবর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন