
নিউজ ডেস্কঃ সাত বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বহুল প্রতীক্ষিত বর্ধিত সভা। স্বৈরাচার হাসিনার চরম জুলুম নির্যাতনের অভাবনীয় প্রতিকূলতা পেরিয়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে রচিত এক অবারিত মুক্ত পরিবেশে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে হবে এই সভা। ইতিমধ্যেই সারাদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী রাজধানীতে উপস্থিত হয়েছেন। তাদের সতস্ফূর্ত পদচারণায় মুখরিত ঢাকা। বর্ধিত সভাকে কেন্দ্র করে দলে উৎসবের আমেজ। দৃশ্যত এই সভা থেকে বিএনপির নির্বাচনমুখী যাত্রা শুরু হতে যাচ্ছে।
আজ সকাল ১০টায় এই বর্ধিত সভা শুরু হবে। সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবসহ প্রায় ৪ হাজার নেতাকর্মী অংশ নেবেন। একদিকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, অন্যদিকে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব এবং আগামী নির্বাচন ঘিরে বর্ধিত সভা থেকে বার্তা দেওয়া হবে দলের নেতাকর্মীদের। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন। উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতাদের উদ্দেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেবেন নতুন বার্তা, দিকনির্দেশনা। জাতীয় নির্বাচন, আন্দোলনের প্রস্তুতিসহ নানা কর্মপরিকল্পনা নির্ধারণ হতে পারে এই বর্ধিত সভায়। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, এবারের সভায় মূলত চারটি ইস্যু গুরুত্ব পেতে পারে। এগুলো হলো-৫ আগস্টের পর দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা।