News71.com
 Bangladesh
 26 Feb 25, 12:59 PM
 143           
 0
 26 Feb 25, 12:59 PM

বিমান টিকিটে ১০ দিনের অনাদায়ি আবগারি শুল্ক নেয়া হবে না॥এনবিআর

বিমান টিকিটে ১০ দিনের অনাদায়ি আবগারি শুল্ক নেয়া হবে না॥এনবিআর

নিউজ ডেস্কঃ বিমান টিকিটে ১০ দিনের অনাদায়ি আবগারি শুল্কে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। গত ৯ জানুয়ারি আকাশপথে ভ্রমণের ওপর দূরত্বভেদে আবগারি শুল্ক বাড়ানো হয় এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। কিন্তু আবগারি শুল্ক আদায় জটিলতার কারণে ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনাদায়ি বাড়তি আবগারি শুল্কে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। টিকিটের দামের সঙ্গে আবগারি শুল্ক অন্তর্ভুক্ত থাকে। এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রীদের কাছে টিকিট বিক্রির সময় তা আদায় করে থাকে। পরে এয়ারলাইনস কর্তৃপক্ষ আদায় করা আবগারি শুল্ক সরকারি কোষাগারে জমা দেয়।

ভ্রমণের তারিখের ছয় মাস আগে থেকে টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করে এয়ারলাইনস কর্তৃপক্ষ। কিন্তু আবগারি শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। নতুন আবগারি শুল্ক কার্যকর হওয়ার আগে বিক্রি হওয়া টিকিটে আগের আবগারি শুল্ক কেটে রাখা হয়। আবার বিক্রি করা টিকিটের ওপর বাড়তি আবগারি শুল্ক আদায় করা সম্ভব হয় না। এসব জটিলতার কথা জানিয়ে সম্প্রতি এনবিআরকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তারই পরিপ্রেক্ষিতে এনবিআর ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ইস্যু করা বিমান টিকিট বা বহির্গমনকৃত যাত্রীদের কাছ থেকে আবগারি শুল্ক আদায়ে ছাড় দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন