
নিউজ ডেস্কঃ কক্সবাজার বিমান ঘাঁটিতে দূর্বৃত্তের হামলা সংগঠিত হয়েছে। এই হামলার ঘটনায় বিমান বাহিনীর এক কর্মকর্তাসহ ৪ সদস্য আহত হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন স্থানীয় মানুষ আহত ও নাহিদ(৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।বিমান ঘাঁটির কাছে সমিতি পাড়ায় এ ই সংঘর্ষের মধ্যে যে তরুণের মৃত্যু হয়েছে, তিনি বিমান বাহিনীর গুলিতে মারা যাননি বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভাষ্য। সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, “একটি কুচক্রী মহল বিমান বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর গুলিতে উক্ত যুবক নিহত হয়েছে বলে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সত্যি নয়।” এর আগে দুপুর ১২টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় স্থানীয়রা বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সে সময় ঢিল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে গুলিও ছোড়া হয়।