
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অতি দ্রুত নির্বাচন চাই। আমি জানি না এ সরকার কি জেনে শুনে একটা নৈরাজ্য সৃষ্টি করতে, গৃহযুদ্ধের দিকে যেতে চায় কিনা আমি জানি না। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার ধামরাইয়ের যাত্রাবাড়ী মাঠে বিএনপির সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আশা করব যে, তারা সেটা করতে দেবেন না। অরাজনৈতিক দলসহ দুয়েক দল যারা আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে তাদের আমি অনুরোধ করব, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং দেশে যদি শান্তি-শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে।