
নিউজ ডেস্কঃ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।দলটির এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এদিকে, আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিতঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের অনুরোধের প্রেক্ষিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।