
নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো চালু হলো ‘স্কিন ব্যাংক’। গুরুতর দগ্ধ রোগীদের জন্য এটি নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে চারজন দাতার চামড়া ব্যবহার করে দুজন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে, যার ফলে তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘স্কিন ব্যাংক’ চালু করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। চিকিৎসকরা বলছেন, এই উদ্যোগ গুরুতর দগ্ধ রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনস্টিটিউটের ১৩ তলার সি-১৩৩৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন দুই বছরের শিশু হামিদার শরীরের ৩৫২ দশমিক ৫ সেন্টিমিটার চামড়া প্রতিস্থাপন করা হয়েছে। শিশুটির মা রাবেয়া বেগম জানান, গত ২২ ডিসেম্বর গরম পানিতে পুড়ে তার শরীরের ৪২ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে তার রক্তে ব্যাকটেরিয়ার সংক্রমণ (সেপ্টিসেমিয়া) দেখা দেয় এবং ক্ষত থেকে ক্রমাগত রক্ত ও পুঁজ বের হচ্ছিল। চিকিৎসকরা ১৪ জানুয়ারি স্কিন ব্যাংক থেকে সংগৃহীত চামড়া প্রতিস্থাপন করলে সংক্রমণ কমতে শুরু করে।