News71.com
 Bangladesh
 16 Feb 25, 11:11 AM
 52           
 0
 16 Feb 25, 11:11 AM

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ॥

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ॥

নিউজ ডেস্কঃ ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময়সীমা শেষ হচ্ছে আজ রবিবার। এরপর জরিমানা ছাড়া রিটার্ন দেওয়া যাবে না। রিটার্ন জমার সময়সীমা এর আগে তিন দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন জমার সময় বড়িয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করে। যারা অনলাইনে নয়, সনাতনী পদ্ধতিতে কাগুজে রিটার্ন দিতে চান, তারা আজ নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে রিটার্ন জমা দিতে পারবেন। এবার কর কার্যালয়ে সশরীর রিটার্ন জমার চাপ অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের অনলাইনে। রিটার্ন জমা বেশি উৎসাহিত করছে। যারা এখনো রিটার্ন জমা দেননি, তাদের দ্রুত কাগজপত্র সংগ্রহছ করে আজকের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। চলতি অর্থবছরে এ পর্যন্ত অনলাইনে প্রায় ১৫ লাখ রিটার্ন জমা পড়েছে এনবিআর সূত্রে জানা গেছে। এখন দেশে ১ কোটি ১১ লাখ কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারী আছেন। সব মিলিয়ে রিটার্ন দেন প্রতি বছর ৪০ লাখের মতো টিআইএনধারী অনলাইন রিটার্ন জমার ঠিকানা হলো etaxnbr.gov.bd। অনলাইনে রিটার্ন জমার আগে প্রথমে করদাতাকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিতে করদাতার নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা মোবাইল ফোন নম্বর লাগবে। এ দুটি দিয়ে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন