News71.com
 Bangladesh
 15 Feb 25, 10:53 PM
 118           
 0
 15 Feb 25, 10:53 PM

সোয়া ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে রাজধানীর ইসলামবাগের আগুন॥

সোয়া ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে রাজধানীর ইসলামবাগের আগুন॥

 

নিউজ ডেস্কঃ প্রায় সোয়া এক ঘণ্টা পর রাজধানীর ইসলামবাগের কামালবাগে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদিও আগুন নির্বাপণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ আসে তাদের কাছে। খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন পুরোপুরি নির্বাপণ করা যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ছাড়া, আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন