News71.com
 Bangladesh
 15 Feb 25, 10:53 PM
 135           
 0
 15 Feb 25, 10:53 PM

ইউএসএআইডি’র সহায়তা স্থগিতে আদালতের নিষেধাজ্ঞা॥

ইউএসএআইডি’র সহায়তা স্থগিতে আদালতের নিষেধাজ্ঞা॥

 

নিউজ ডেস্কঃ মার্কিন ফেডারেল আদালত আগামী পাঁচ দিনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে ইউএসএআইডি তহবিল স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ফেডারেল আদালতের বিচারক আমির আলী এক রায়ে এই নির্দেশ দেন। গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এ সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে। কারণ ইউএসএইডের মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়। মার্কিন ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনকে সাময়িকভাবে ইউএসএআইডি তহবিলের স্থগিতাদেশ তুলে নিতে নির্দেশ দিয়েছেন। রায়ে বিচারক বলেন, হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো এবং সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। বিচারক আরও বলেছেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে অনুমোদিত বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত বা বাতিল করা যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন