News71.com
 Bangladesh
 14 Feb 25, 11:33 PM
 125           
 0
 14 Feb 25, 11:33 PM

অপারেশন ডেভিল হান্ট॥ গত ৭ দিনে সারাদেশ থেকে গ্রেপ্তার ৩৯২৪

অপারেশন ডেভিল হান্ট॥ গত ৭ দিনে সারাদেশ থেকে গ্রেপ্তার ৩৯২৪

 

নিউজ ডেস্কঃ যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ নতুন করে আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত শনিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত সাত দিনে সারা দেশে এই অভিযানে মোট ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হলো। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল) এই অভিযানের সময় ৫০৯ জনকে গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ২টি ছুরি, ২টি চাপাতি। পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন