News71.com
 Bangladesh
 14 Feb 25, 11:14 PM
 117           
 0
 14 Feb 25, 11:14 PM

পবিত্র শবেবরাতে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব॥

পবিত্র শবেবরাতে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব॥

 

নিউজ ডেস্কঃ আজ শুক্রবার বাদ ফজর নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র জুমার বড় জামাত। সঙ্গে ইজতেমার ইতিহাসে এই প্রথম শবেবরাত পালিত হচ্ছে ময়দানে। এই দুটো কারণে ইতোমধ্যে ইজতেমা ময়দানে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেছেন। ধারণা করা হচ্ছে এই ইজতেমায় শবেবরাত যুক্ত হওয়ায় লাখো মুসল্লির সঙ্গে শবেবরাত পালন করতে মুসল্লিরা বেশি করে আসছেন। ইতোমধ্যে মাওলানা সাদের দুই ছেলে ময়দানে এসেছেন।

সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম যুগান্তরকে বলেন, আজ সকাল সোয়া আটটায় মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে ইলিয়াস বিন সাদ ময়দানে পৌঁছেছেন। তাদের মধ্যে একজন জুমার ইমামতি করবেন। ইতিহাসে এবারই প্রথম শবেবরাতের রজনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি আজ রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবেবরাত পালন করবেন বলে জানা যায়। জুমার জামাত ও শবেবরাত পালনের জন্য সারা দেশ থেকে লাখ লাখ মুসল্লি ময়দানে জড়ো হচ্ছেন। পবিত্র ও মর্যাদাপূর্ণ এই রজনীতে ইজতেমার মুসল্লিদের মাঝে বাড়তি এক আবেগ কাজ করছে। ঢাকা ও গাজীপুরের আশপাশের লাখো মুসল্লি মাগরিবের নামাজ থেকে ইজতেমার ময়দানে অবস্থান করবেন। বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন