News71.com
 Bangladesh
 13 Feb 25, 09:21 PM
 117           
 0
 13 Feb 25, 09:21 PM

ডিসেম্বরেই হতে পারে নির্বাচন ॥ প্রধান উপদেষ্টা

ডিসেম্বরেই হতে পারে নির্বাচন ॥ প্রধান উপদেষ্টা

 

 

 

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক অধিবেশনে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনটি সঞ্চালনা করেন। এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইন-শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন সুপারিশ করেছে। 

 

নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত হবে, সেগুলো নিয়ে একটা 'সনদ' তৈরি করব। সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেবো। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল। ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন-শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন