News71.com
 Bangladesh
 13 Feb 25, 09:20 PM
 152           
 0
 13 Feb 25, 09:20 PM

অস্ট্রেলিয়া উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জেলিয়া॥পরিস্থিতির উদ্বেগজনক

অস্ট্রেলিয়া উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জেলিয়া॥পরিস্থিতির উদ্বেগজনক

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে তীব্রতর হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'জেলিয়া'। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বা আগামীকাল শুক্রবার সকালে এটি আঘাত হানতে পারে। ইতোমধ্যে শহরে সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরার। অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস সতর্ক করে দিয়ে বলেছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা উপকূলীয় অঞ্চলে ক্যাটাগরি-৫ মাত্রার ক্রান্তীয় ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, 'জেলিয়া' ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং শুক্রবার গভীর রাতে এই অঞ্চলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি সম্ভবত বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক রপ্তানি কেন্দ্র পোর্ট হেডল্যান্ডের কাছে আছড়ে পড়বে। তাই বন্দরটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের প্রধান ড্যারেন ক্লেম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রান্তীয় ঘূর্ণিঝড় জেলিয়ার প্রভাবে মানবজীবন ও সম্পত্তি ধ্বংসের হুমকি রয়েছে। আমি জনগণকে পিলবারা অঞ্চলের জরুরি পরিষেবাগুলোর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন