
নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশ ও ভূমি কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- দাউদকান্দি মডেল থানার এসআই মো. মোহসিন, কনস্টেবল আতিকুর রহমান, সজল, নুরুল আবসার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাৎ হাসান। গুরুতর আহত অবস্থায় এসআই মো. মোহসিনকে ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।