News71.com
 Bangladesh
 13 Feb 25, 09:19 PM
 68           
 0
 13 Feb 25, 09:19 PM

অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক স্বচ্ছতা দেখতে চায় বিশ্বব্যাংক॥

অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক স্বচ্ছতা দেখতে চায় বিশ্বব্যাংক॥

 

 

 

 

নিউজ ডেস্কঃ দেশের অর্থনৈতিক সংস্কারে দীর্ঘমেয়াদি সহযোগিতা দিয়ে আসছে বিশ্বব্যাংক। সংস্থাটি মনে করে, রাজনৈতিক রূপান্তরের এই সময়ে শাসনব্যবস্থা ও স্বচ্ছতার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা একটি ন্যায়সংগত ও টেকসই বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সফর শেষে এক বিবৃতিতে এসব কথা জানান বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। তিনি দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের প্রতি বিশ্বব্যাংকের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং উন্নত জনসেবার ভিত্তি তৈরিতে অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি রাজনৈতিক রূপান্তরের সময়ে শাসনব্যবস্থা ও স্বচ্ছতার উন্নতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন