News71.com
 Bangladesh
 12 Feb 25, 10:05 AM
 135           
 0
 12 Feb 25, 10:05 AM

নৌবাহিনীর বিশেষ কম্বিং অপারেশনে ৭৬ কোটি টাকার অবৈধ জাল ও মাছ জব্দ॥

নৌবাহিনীর বিশেষ কম্বিং অপারেশনে ৭৬ কোটি টাকার অবৈধ জাল ও মাছ জব্দ॥

 

নিউজ ডেস্কঃ মৎস্য সম্পদের সুরক্ষায় গত ১২ জানুয়ারি থেকে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে। অভিযানে এ পর্যন্ত মোট ৭৬ কোটি ৩২ লাখ ৫ হাজার ১০০ টাকা মূল্যের অবৈধ জাল ও মাছ জব্দ করেছে। ‘বিশেষ কম্বিং অপারেশন’ ৪টি ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, মৎস্য সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনায় গত ১২ জানুয়ারি থেকে নিয়োজিত। দেশের মৎস্য সম্পদ উন্নয়নে উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় ১০ মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সব অবৈধ জাল অপসারণে বাংলাদেশ নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সরকার কর্তৃক জারিকৃত ‘বিশেষ কম্বিং অপারেশন’ ৪টি ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন