News71.com
 Bangladesh
 12 Feb 25, 10:05 AM
 129           
 0
 12 Feb 25, 10:05 AM

গত ছয় মাসে ভ্যাট নিবন্ধন ২৬ শতাংশ বেড়েছে॥

গত ছয় মাসে ভ্যাট নিবন্ধন ২৬ শতাংশ বেড়েছে॥

 

নিউজ ডেস্কঃ জুলাই-আগস্টের ধাক্কা সামলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাটের নতুন নিবন্ধন প্রদানে গত ছয় মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যদিও আগস্ট মাসে এ হার নেতিবাচক ছিল ২৫ শতাংশ। এর আগে ২০২৩ সালের আগস্টে নিবন্ধন সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪টি কিন্তু ২০২৪ সালের আগস্ট মাসে নিবন্ধন সংখ্যা কমে ৪ হাজার ২২৮টি হয়। অর্থাৎ একই সময়ের তুলনায় নতুন নিবন্ধন সংখ্যা ২৫ শতাংশ কমে যায়। পরবর্তীকালে এনবিআরের নতুন প্রশাসন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা শনাক্তরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন। ফলে পরবর্তী ছয় মাসে অর্থাৎ আগস্ট ২০২৪ হতে জানুয়ারি ২০২৫ সময়ে নতুন নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পায়। এনবিআর জানিয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাট দাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্তরণের লক্ষ্যে নানা ধরনের ব্যতিক্রমী উদ্যোগ করেছে। নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধির লক্ষ্যে এনবিআর ইতিমধ্যে ভ্যাটযোগ্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি টাকা হতে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে। ৩০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত ও ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আওতায় রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন