News71.com
 Bangladesh
 12 Feb 25, 10:05 AM
 127           
 0
 12 Feb 25, 10:05 AM

সিএনজিতে মিটারের বেশি ভাড়া নিলেই জরিমানা ৫০টাকা হাজার॥

সিএনজিতে মিটারের বেশি ভাড়া নিলেই জরিমানা ৫০টাকা হাজার॥

 

নিউজ ডেস্কঃ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) চালিত অটোরিকশার চালক মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে পুলিশকে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। একই নির্দেশনা জারি থাকবে পেট্রোল চালিত অটোরিকশার ক্ষেত্রেও। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এ নির্দেশনা দিয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা একটি চিঠি থেকে এ সম্পর্কে জানা গেছে। চিঠিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে আইনের ধারা ৮১ অনুযায়ী অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক এক পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন