News71.com
 Bangladesh
 12 Feb 25, 10:04 AM
 62           
 0
 12 Feb 25, 10:04 AM

তিন-চারটি গণহত্যা মামলার রায় হতে পারে অক্টোবরের মধ্যেই ॥ আইন উপদেষ্টা

তিন-চারটি গণহত্যা মামলার রায় হতে পারে অক্টোবরের মধ্যেই ॥ আইন উপদেষ্টা

 

নিউজ ডেস্কঃ গত বছর জুলাই-আগস্টে দেশে সংঘটিত হয়েছে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ। সেই অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারের সাবেক মন্ত্রী-এমপিসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলার মধ্যে ৩/৪টি মামলার রায় অক্টোবরে হতে পারে বলে আশা প্রকাশ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরোপুরিভাবে কার্যক্রম শুরু করেছে চার মাস আগে। এর মধ্যে আদালতে ৩০০টির বেশি অভিযোগ দায়ের হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম যাচাই-বাছাই করে ১৬টি মামলা দায়ের করেছে। ১৬টি মামলার মধ্যে চারটি তদন্তকাজ এ মাসের মধ্যেই শেষ হবে বলে আমরা আশা করি। এরপর চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। আসিফ নজরুল বলেন, আইন অনুযায়ী বিচারকাজ শুরু হওয়ার তিন সপ্তাহ সময় প্রস্তুতির জন্য ডিফেন্স আইনজীবীদের দিতে হয়। আমরা আশা করছি এই তিন সপ্তাহ সময় অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণের যে প্রক্রিয়া, যেটা আপনারা খুব ঘন ঘন দেখবেন। এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আশা করি। সেই হিসাবে অক্টোবরের মধ্যে তিন-চারটি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। চিফ প্রসিকিউটরের সঙ্গে কথা বলে আমি আমার ধারণা ব্যক্ত করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন