News71.com
 Bangladesh
 11 Feb 25, 05:49 PM
 138           
 0
 11 Feb 25, 05:49 PM

আদানি থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

আদানি থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ
নিউজ ডেস্কঃ ভারতের আদানি পাওয়ারকে তাদের ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তিনি জানান, তিন মাসেরও বেশি সময় ধরে আদানি বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। শীতের মৌসুমে কম চাহিদা ও অর্থ পরিশোধ সংক্রান্ত বিরোধের কারণে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাক্ষরিত ২৫ বছরের চুক্তির অধীনে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির ২ বিলিয়ন ডলারের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে। ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে গঠিত এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুৎই বাংলাদেশে সরবরাহ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন