News71.com
 Bangladesh
 10 Feb 25, 09:45 AM
 116           
 0
 10 Feb 25, 09:45 AM

তিনবার নিয়ম ভাঙলেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ হবে গাড়ি॥

তিনবার নিয়ম ভাঙলেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ হবে গাড়ি॥

 

নিউজ ডেস্কঃ কোনো গাড়ি তিনবার নিয়ম ভঙ্গ করলে সেই গাড়িকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার থেকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা অতিক্রমকারী যানবাহনের বিরুদ্ধে ভিডিও মামলা দায়ের করবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) কুড়িলে এক্সপ্রেসওয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভবনে এক সংবাদ সম্মেলনে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের ট্রাফিক নিরাপত্তা ও নিরাপত্তা বিভাগের প্রধান ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিসীমা অতিক্রম করলে পুলিশকে মামলা দায়ের করতে বলব। মামলাটি দায়ের করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বর্তমান সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার, আর প্রবেশ ও এক্সিট র‍্যাম্পে গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার। তবে এক্সপ্রেসওয়ের নকশার স্পেসিফিকেশন অনুসারে, সর্বোচ্চ গতিসীমা বাড়িয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার করার বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে কর্মকর্তারা আলোচনা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন