
নিউজ ডেস্কঃ সংসদ সদস্যদের বিশেষ প্রটোকল বাতিল করাসহ শুল্কমুক্ত গাড়ি ও আবাসিক প্লট প্রদান বন্ধের প্রস্তাব করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।শনিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নির্বাচন সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ করে সরকার। চূড়ান্ত সুপারিশে এমন প্রস্তাব করা হয়েছে। সংস্কার প্রস্তাবে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধার বিষয়ে বলা হয়েছে- সংসদ সদস্যদের বিভিন্ন ধরনের ভাতা প্রদানের বিধান পর্যালোচনা ও সংশোধন করা।