News71.com
 Bangladesh
 08 Feb 25, 10:30 PM
 135           
 0
 08 Feb 25, 10:30 PM

বিচারে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অপরাধীকে মিডিয়ায় উপস্থাপন না করার সুপারিশ॥

বিচারে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অপরাধীকে মিডিয়ায় উপস্থাপন না করার সুপারিশ॥

নিউজ ডেস্কঃ বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত মিডিয়ার সামনে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা যাবে না। শনিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো প্রায়ই গ্রেপ্তারের পর অভিযুক্ত ব্যক্তিকে গণমাধ্যমের সামনে এমনভাবে উপস্থাপন করে থাকে বা তাদের ছবি ও পরিচয় প্রচার করে থাকে এবং তথাকথিত জব্দ করা জিনিসপত্র সাজিয়ে রেখে এমনভাবে উপস্থাপন করে থাকে ও বর্ণনা তুলে ধরে, যাতে বিচারের আগেই সংশ্লিষ্ট ব্যক্তি সমাজের চোখে দোষী হিসেবে চিহ্নিত হয়ে যান। অনেক সময় অনেকের ক্ষেত্রে নানা রকম আপত্তিকর বিশেষণও ব্যবহার হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন