News71.com
 Bangladesh
 08 Feb 25, 10:29 PM
 85           
 0
 08 Feb 25, 10:29 PM

কিছু ভুল-ত্রুটি, ব্যর্থতা থাকলেও চেষ্টা করে যাচ্ছে সরকার॥ অর্থ উপদেষ্টা

কিছু ভুল-ত্রুটি, ব্যর্থতা থাকলেও চেষ্টা করে যাচ্ছে সরকার॥ অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্কঃ ‘বাড়তি চাপতো অনুভব হয়ই, তবে যেহেতু দায়িত্বের সাথে কিছুটা তৃপ্তি, কিছুটা ভুল-ত্রুটি ও ব্যর্থতা থাকে- তার মধ্যেই কাজ করে যাওয়া। বিশেষ করে দেশের এই ক্রান্তিলগ্নে আমরা যে দায়িত্বগুলো নিয়েছি, সেগুলো গতিশীল রাখার চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আর্থিক যেসব ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে নিয়ে দেশের অর্থনীতিকে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে চেষ্টা করছি।’ বর্তমান প্রেক্ষাপট ও সমসাময়িক ইস্যু নিয়ে দেশের বেসরকারি একটি স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এভাবেই নিজের মতামত ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‌‌‘দায়িত্ব নিলে চাপতো থাকবেই। চাপ আছে এবং কিছু কিছু কাজ বাইরে থেকে বলা যত সহজ- এই করে ফেলেন, এই করা যাবে- আসলে অতটা সহজ নয়। ভেতর থেকে বুঝা যায় যে একটা সমস্যার সমাধান করতে গেলে আরেকটা সমস্যা সামনে এসে পড়ে। স্বাভাবিকভাবেই সরলীকরণ করে কোনো সমস্যার সমাধান করা যায় না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন