News71.com
 Bangladesh
 08 Feb 25, 10:28 PM
 70           
 0
 08 Feb 25, 10:28 PM

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মির্জা ফখরুল, খসরু ও তারেককন‍্যা জায়মার অংশগ্রহণ॥

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মির্জা ফখরুল, খসরু ও তারেককন‍্যা জায়মার অংশগ্রহণ॥

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যারিস্টার জায়মা রহমান।বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে এই আয়োজন হয়। বিএনপির অফিসিয়াল ফেসবুকে অনুষ্ঠানে অংশগ্রহণের ছবিসহ এই তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন মির্জা ফখরুল, আমীর খসরু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তাঁর মেয়ে জায়মা রহমান। অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, সিনেটর, কংগ্রেস সদস্যরা, আমন্ত্রিত বিশ্বনেতারা, কূটনীতিক, ব্যবসায়ী এবং পেশাজীবীরা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠান চলেছে সাত ঘণ্টা ধরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এবং নৈশভোজের আয়োজন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন