News71.com
 Bangladesh
 07 Feb 25, 09:43 AM
 151           
 0
 07 Feb 25, 09:43 AM

অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুতই দৃশ্যমান সাফল্য দেখা যাবে॥ যুব ও ক্রীড়া উপদেষ্টা

অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুতই দৃশ্যমান সাফল্য দেখা যাবে॥ যুব ও ক্রীড়া উপদেষ্টা
নিউজ ডেস্কঃ পুলিশের লুট হওয়া অস্ত্রসহ অবৈধ সকল অস্ত্র উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার এবং এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান সাফল্য দেখা যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর মিন্টো রোডে অবস্থান নিয়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা বলেন তিনি। সারা দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন।সেখানে গিয়ে আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের সময় ১৬ বছরে যাদেরকে রাজনৈতিকভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল তাদের অনেকেই অস্ত্র জমা দেননি। তবে লাইসেন্সকৃত অধিকাংশ অস্ত্রই পুলিশ জব্দ করেছে। কিন্তু লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন