
আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়া উপকূলে নিহত ২০ বাংলাদেশিকে সমাহিত করা হয়েছে। তবে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এখনও ঘটনাস্থল পরিদর্শনের জন্য ছাড়পত্র পায়নি। শুক্রবার (১ ফেব্রুয়ারি) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় ২০ বাংলাদেশি মারা গেছেন। তবে আমরা এখনও চূড়ান্তভাবে নিশ্চিত নই। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। বেশ কয়েকটি সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগরে হয়ে একটি নৌকা ইতালির উদ্দেশ্য রওয়ানা দেয়। ওই নৌকায় অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন। নৌকাটি ডুবে গিয়ে লাশ ভেসে আসছে লিবিয়া উপকূলে। তবে ওই নৌকায় ঠিক কতজন বাংলাদেশি ছিলেন, তা এখনো জানা যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে নিম্নলিখিত তথ্য সংগ্রহ করা হয়েছে:
১. ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি মৃতদেহ ইতিমধ্যেই সমাহিত করা হয়েছে;
২. মৃতদেহগুলো পচনের উপক্রম হয়েছিল;
৩. কোনো সূত্র মৃতদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। তবে, স্থানীয় রেড ক্রিসেন্ট ধরে নিয়েছে যে তারা সকলেই বাংলাদেশি নাগরিক;
৪. তাদের সাথে কোনো নথি পাওয়া যায়নি;
৫. ঘটনার স্থানটি পূর্ব সরকারের আওতাধীন এবং রাজধানী বেনগাজিতে অবস্থিত;
৬. দূতাবাস এখনও ঘটনাস্থল পরিদর্শনের জন্য ছাড়পত্র পায়নি।
এদিকে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মরদেহ ব্রেগা তীরে ভেসে এসেছে। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও, এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে।