News71.com
 Bangladesh
 01 Feb 25, 10:37 AM
 172           
 0
 01 Feb 25, 10:37 AM

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ॥

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ॥

 

 

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। মাঝ নদীতে ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়েছে, যাতে রয়েছে প্রায় ১০৫টি যানবাহন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১২টা থেকে এ অবস্থার সৃষ্টি হলে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যা থেকেই নৌ-রুটে ফেরি চলাচলে বিঘ্ন দেখা দেয়। রাত ১১টার পর কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এ সময় চ্যানেল এবং বিকন বাতি কিছুই দেখা যাচ্ছিল না। নৌপথের মার্কিং পয়েন্টও অস্পষ্ট হয়ে যায়। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন