News71.com
 Bangladesh
 31 Jan 25, 11:38 PM
 147           
 0
 31 Jan 25, 11:38 PM

ইনকিলাব মঞ্চের মিছিল শিক্ষা ভবন মোড়ে আটকে দিল পুলিশ॥

ইনকিলাব মঞ্চের মিছিল শিক্ষা ভবন মোড়ে আটকে দিল পুলিশ॥

 

 

নিউজ ডেস্কঃ জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত এবং গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত ও বিচারসহ পাঁচ দফা দাবিতে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ থানার সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড়ে আসতেই আটকে দেয় পুলিশ। তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।বিক্ষোভকারীরা বলেন, শিক্ষা ভবনে আগে থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল। পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। জলকামানও রাখা ছিল। ইনকিলাব মঞ্চের নেতারা মিছিল নিয়ে ব্যারিকেডের সামনে এলে পুলিশ তাঁদের আর সামনে যেতে দেয়নি। পরে ইনকিলাব মঞ্চের নেতারা সেখানেই স্লোগান দিতে থাকেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ‘পুলিশ আমাদের আর সামনে যেতে দিচ্ছে না। তারা কথা দিয়েছেন আমাদের পাঁচ দফা আগামীকাল আইজিপির কাছে পৌঁছে দেবেন। আমরা নিশ্চিত হতে চাই পাঁচ দফা দাবি আইজিপির কাছে গেছে এবং তারা এটি নিয়ে কাজ করবেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন