
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়া নারীরা বিভিন্ন চক্রের দ্বারা প্রতারণার শিকার হচ্ছে বলে জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন থেকে এ কথা জানানো হয়। এতে মালয়েশিয়ার সঙ্গে এ সংক্রান্ত কোনো চুক্তি না থাকায় সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। শুক্রবার দেয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী কর্মীদের বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নেয়ার লক্ষ্যে বর্তমানে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি নেই। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে।