
নিউজ ডেস্কঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালের দিকে তাঁরা তিতুমীর কলেজের সামনের রাস্তা ছেড়ে দিয়ে মূল ফটকের সামনে অবস্থান নেন। কলেজের ১২ শিক্ষার্থী অনশন করছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীতে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রাত ৯টা পর্যন্তও তাঁরা সেখানে অবস্থান করেন।