News71.com
 Bangladesh
 31 Jan 25, 10:43 AM
 120           
 0
 31 Jan 25, 10:43 AM

এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩৬৮ কোটি ২৫ লাখ টাকার জমি জব্দের আদেশ॥

এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩৬৮ কোটি ২৫ লাখ টাকার জমি জব্দের আদেশ॥

 

নিউজ ডেস্কঃ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক আবু সাইদ সম্পদ জব্দের এসব আবেদন করেন। এতে বলা হয়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ খতিয়ে দেখার সময় আরও অনেক সম্পদের তথ্য পাওয়া যায়। এ সম্পদ ক্রোকের (জব্দ) আদেশ না দিলে তা অন্যত্র স্থানান্তরের আশংকা রয়েছে। এস আলম ও তার পরিবারের এসব সম্পদের মধ্যে রয়েছে চট্টগ্রামের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় দশমিক ১৬৩৭ একর জমি, যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। একই ওয়ার্ডের আরেকটি জায়গা, যার পরিমাণ দশমিক ১৩৫০, মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন